চট্টগ্রামের বোয়ালখালীর কানুনগোপাড়ায় অবস্থিত স্যার আশুতোষ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতীম ধর এলপিআর গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী কলেজ মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সংবর্ধনার আয়োজন করে কলেজ শিক্ষক পরিষদ।
দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় নেওয়া অধ্যক্ষকে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও ম্যানেজিং কমিটির পক্ষ থেকে ফুলের তোড়া, সম্মাননা ক্রেস্টসহ নানা উপহার দিয়ে সিক্ত করা হয়। এছাড়াও বোয়ালখালী প্রেস ক্লাব, কানুনগোপাড়া ব্যবসায়ী সমিতি, রোভার স্কাউট ও রেড-ক্রিসেন্টের সদস্যরাও তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. জয়নাল আবেদীন। সহকারী অধ্যাপক পরিচয় বড়ুয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষের সহধর্মিণী গোপা রাণী দে, শিক্ষক পরিষদ সম্পাদক ফাতেমা উম্মুল খায়ের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আব্দুল গফুর, অধ্যাপক সুচারু বড়ুয়া, অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক কামরুল ইসলাম, অধ্যাপক মো. আব্দুল আলিম, অধ্যক্ষ প্রফেসর অরুণ বিকাশ বড়ুয়া, প্রফেসর জাফর আহমেদ, প্রফেসর সুসেন বড়ুয়া, প্রফেসর মো. কামরুল ইসলাম, প্রফেসর শাহ মোহাম্মদ আলমগীর, প্রফেসর প্রদীপ বড়ুয়া, প্রফেসর মো. জসিম উদ্দিন, প্রফেসর রঞ্জিত দত্ত, প্রফেসর জাহেদা বেগম, সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক আবুল হাসনাত মোহাম্মদ মোহসীন, প্রবীর বিশ্বাস, সুমেন বড়ুয়া, সাবেক জেলা রোভার কমিশনার মো. কামাল উদ্দিন ও কলেজের প্রধান সহকারী মো. ফারুক হোসেন প্রমুখ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।
বিদায়ী সংবর্ধিত প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতীম ধর বলেন, “আজ আমি নিজেকে সার্থক মনে করছি। একজন শিক্ষক হিসেবে ছাত্র-ছাত্রী ও সহকর্মীরা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার ঋণ কখনও শোধ করা সম্ভব নয়। আমি সবসময় চেয়েছি তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে। কলেজের উন্নয়নে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সহযোগিতা আমার কাজ সহজ করেছে। আজকের এ সংবর্ধনা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”
তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, “সুশিক্ষা অর্জনের মাধ্যমে উন্নত জাতি গঠনে এগিয়ে আসতে হবে।”
একুশে সংবাদ/এ.জে