দেশের বৃহত্তম দ্বীপজেলা ভোলার চরফ্যাশনের বেতুয়া ঘাটে নির্মিত আধুনিক লঞ্চ টার্মিনাল উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ২০২৩-২৪ অর্থবছরে শুরু হওয়া এই প্রকল্পের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
চরফ্যাশনের আসলামপুর ইউনিয়নের বেতুয়া ঘাটে সাড়ে ৩ হাজার বর্গফুট আয়তনের ওপর নির্মিত টার্মিনালে রয়েছে ভিআইপি ওয়েটিংরুম, বিশ্রামাগার, স্বাস্থ্যসম্মত রেস্টুরেন্ট, আধুনিক স্যানিটেশন ব্যবস্থা ও বন্দর অফিস। যাত্রীদের সহজ প্রবেশাধিকার এবং নিরাপদ ওঠানামার জন্য তৈরি করা হয়েছে শক্তিশালী গ্যাংওয়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, টার্মিনাল চালু হলে যাত্রীদের নিরাপত্তা বাড়বে এবং ভ্রমণ হবে স্বস্তিদায়ক। ব্যবসায়ীরা সহজে পণ্য পরিবহন করতে পারবেন, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং ব্যবসা-বাণিজ্যে গতি আসবে।
এর আগে বেতুয়ার পুরনো ঘাটে দীর্ঘদিন ধরে যাত্রীদের ভোগান্তি পোহাতে হতো। পন্টুন ভেঙে যাওয়ায় যাত্রীদের ওঠা-নামায় সমস্যা হতো। ১১ সেপ্টেম্বর বিআইডব্লিউটিএ’র জাহাজ ‘নির্ভীক’ আধুনিক মানের ২৪০ ফুট দীর্ঘ টার্মিনালটি বেতুয়ায় পৌঁছে দেয়।
ভোলা জেলা পোর্ট অফিসার কামরুজ্জামান জানান, নতুন টার্মিনালে থাকবে ৬টি স্পার্ড ও দুটি জেটি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, “টার্মিনালের কাজ শেষ হয়েছে এবং নৌ-পরিবহন উপদেষ্টা শিগগিরই উদ্বোধন করবেন। সেপ্টেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।”
বিআইডব্লিউটিএ’র বরিশাল বিভাগীয় নির্বাহী প্রকৌশলী মো. রবিউল আলম বলেন, “যাত্রী সেবা বৃদ্ধি ও নিরাপদ নৌ-যোগাযোগ নিশ্চিত করতে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।”
একুশে সংবাদ/এ.জে