AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০১ অক্টোবর, ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সালথায় নাতনিকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে ফেরার পথে মটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত


Ekushey Sangbad
আবুল বাসার, সালথা, ফরিদপুর
০৫:১৮ পিএম, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

সালথায় নাতনিকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে ফেরার পথে মটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

ফরিদপুরের সালথায় নাতনিকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে ফেরার পথে আমিরন বেগম (৬০) নামের এক বৃদ্ধা মটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বল্লভদী ইউপির ফুলবাড়িয়া বাজারে এই ঘটনা ঘটে। নিহত আমিরন বেগম পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের মৃত হালিম সরদারের স্ত্রী। খবর পেয়ে সালথা থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর থেকে মটরসাইকেল চালক পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমিরন বেগম প্রতিদিনের মতো তার নাতনিকে ফুলবাড়িয়া মাদ্রাসায় দিয়ে বাড়ি ফিরছিলেন। অন্যদিকে, বড় বাংরাইলের অনিল সূত্রধরের পুত্র বিপ্লব সূত্রধর তার নতুন জিক্সার মটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে ফুলবাড়িয়া বাজারের দিকে যাচ্ছিলেন। ফুলবাড়িয়া বাজারে পৌঁছালে বিপ্লব তার বাইকে ধাক্কা দিয়ে বৃদ্ধাকে ফেলে দিয়ে দ্রুত ঐ বৃদ্ধার বাড়ির সামনে দিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই বৃদ্ধা আমিরন বেগম মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আতাউর রহমান জানান, খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন করেছে। এরপর লাশ থানায় নিয়ে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!