চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামের আবু হানিফের ছেলে খুনি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মানিক (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করে দামুড়হুদা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৪ সালে পূর্ব শত্রুতার জের ধরে কানাইডাঙ্গা গ্রামের আলমগীর হোসেনের ছেলে হাবিবুর রহমানকে (২৪) হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর থেকে মানিক ১০ বছর ধরে পলাতক ছিলেন। এ ঘটনায় নিহতের বাবা আলমগীর হোসেন বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার নম্বর জিআর ৩৯৪/১৪। মামলা হওয়ার পর থেকে মানিক এলাকা ছেড়ে পালিয়ে আত্মগোপনে ছিলেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “হত্যা মামলার আসামি মানিককে আটক করা হয়েছে। তাকে চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।”
একুশে সংবাদ/এ.জে