AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
মোংলায় বিশ্ব নদী দিবসে বক্তারা:

সুন্দরবনের প্রাণ পশুর নদ কয়লা-বিষ ও প্লাস্টিক দূষণে আক্রান্ত



সুন্দরবনের প্রাণ পশুর নদ কয়লা-বিষ ও প্লাস্টিক দূষণে আক্রান্ত

সুন্দরবনের প্রাণ পশুর নদী বর্তমানে কয়লা, প্লাস্টিক, বিষ ও শিল্প দূষণে আক্রান্ত। গণতন্ত্রের ন্যায় বাংলাদেশের নদ-নদী ও প্রাণ-প্রকৃতি ফ্যাসিবাদী দুঃশাসনের কারণে ক্ষতবিক্ষত হয়েছে। নদী একটি জীবন্ত সত্তা। আমাদের নদী, আমাদের অস্তিত্ব। দখল-দূষণ ও বিষের ছোবল থেকে সুন্দরবনসহ সারাদেশের নদ-নদীকে রক্ষা করতে হবে—এমন আহ্বান জানান বক্তারা।

রবিবার(২৮ সেপ্টেম্বর) সকালে মোংলার দক্ষিণ কাইনমারি পশুর নদীর পাড়ে বিশ্ব নদী দিবস উপলক্ষে “পশুর নদী বাঁচাও, সুন্দরবন বাঁচাও” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার, লিডার্স ও বাদাবন সংঘের আয়োজনে এ সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপার ও সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ। প্রধান অতিথির বক্তব্য রাখেন সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক আব্দুল মান্নান হাওলাদার, সমাজকর্মী আবু হোসেন পনি, ক্রীড়া সংগঠক শেখ রুস্তম আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আবু তালেব হাওলাদার, শেখ শাকির হোসেন, মৃধা ফারুকুল ইসলাম, পরিবেশকর্মী আব্দুর রশিদ হাওলাদার, ধরা’র নেতা এস এম জানে আলম বাবু, পরিবেশকর্মী হাছিব সরদার এবং পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মেহেদী হাসান প্রমুখ।

প্রধান অতিথি লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, “সুন্দরবনের নদী-খালে যারা বিষ প্রয়োগ করে মাছ নিধন করছে, তাদের প্রতিহত করতে হবে। নদী দখলকারীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। নদী বাঁচলে উপকূল বাঁচবে, বাংলাদেশ বাঁচবে।”

সভাপতির বক্তব্যে মোঃ নূর আলম শেখ বলেন, “নদীর স্বাস্থ্য ভালো থাকলে মানুষের স্বাস্থ্যও ভালো থাকবে। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের দূষণে পশুর নদীর পানি বিষাক্ত হয়ে উঠেছে। নদীর মাছসহ জলজ প্রাণীর অস্তিত্ব হুমকিতে আছে। গবেষণায় পশুর নদীর মাছের দেহে মাইক্রোপ্লাস্টিকের কণা পাওয়া গেছে। আমাদের সর্বাত্মক প্রচেষ্টায় পশুর নদীসহ সুন্দরবনের নদ-নদীকে কয়লা, প্লাস্টিক, শিল্পদূষণ ও বিষমুক্ত করতে হবে। নদী বাঁচাতে সবাইকে একপ্রাণ হতে হবে।”

আলোচনা সভা শেষে দুপুর সাড়ে ১২টায় নদী রক্ষায় মানববন্ধন, পশুর নদীতে হাঁস ধরা ও সাতার প্রতিযোগিতা এবং গণগোসল অনুষ্ঠিত হয়। এছাড়া নদীকে প্লাস্টিক-পলিথিনমুক্ত রাখতে ইয়ুথ ফর সুন্দরবনের পক্ষ থেকে পাটের ব্যাগ বিতরণ করা হয়। সবশেষে নদীকেন্দ্রিক গানের আড্ডা অনুষ্ঠিত হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!