জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে সিফাত মিয়া (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের ধোপাদহ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সিফাত ঐ এলাকার মোশারফ হোসেনের ছেলে। ভাটারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, রবিবার সকালে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে আম গাছের নিচে বসে ছিলেন সিফাত। হঠাৎ বৃষ্টিবিহীন বজ্রপাত ঘটলে আম গাছের উপর পড়ে। এসময় নিচে বসে থাকা সিফাত মিয়া বজ্রপাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারসহ এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সিফাত ভাটারা আব্দুর রেজ্জাক খান উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
ভাটারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “বজ্রপাতে সিফাত নামে ছেলেটি আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”
একুশে সংবাদ/এ.জে