AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিআর পদ্ধতির দাবিতে সদরপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ফরিদপুর
০৯:১৮ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

পিআর পদ্ধতির দাবিতে সদরপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

প্রপরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সদরপুর শাখা শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিল করেছে।

উপজেলার বেপারী বাড়ির মোড়ে গণজমায়েতের পর উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টারের নেতৃত্বে মিছিলটি শুরু হয়। মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেডিয়াম চত্বর ও সদরপুর থানা অতিক্রম করে সদরপুর প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।

দলটির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তারা পাঁচ দফা দাবি তুলে ধরে-জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন,জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচার, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ।
গণজমায়েতে বক্তারা বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সংসদে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হবে এবং ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ থাকবে না। তবে অতীতের ফ্যাসিবাদী কর্মকাণ্ডেরও বিচার করতে হবে।”

সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সদরপুর শাখার সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, ফরিদপুর-৪ আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা ইসহাক চোকদার, হাফেজ মুহাম্মদ কামাল বেপারী, হাফেজ মোক্তার হোসেন, মাওলানা রবিউল ইসলাম ভাসানী, মাওলানা রেজাউল করিমসহ শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!