AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঐতিহ্যবাহী তেলজুড়ী নৌকাবাইচ মেলায় লাখো মানুষের ঢল


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ফরিদপুর
০৯:৪৯ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

ঐতিহ্যবাহী তেলজুড়ী নৌকাবাইচ মেলায় লাখো মানুষের ঢল

গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্যের অন্যতম ধারক নৌকাবাইচ ও গ্রামীণ মেলা। আধুনিক বিনোদনের ভিড়ে বিলুপ্তপ্রায় এই ঐতিহ্য এখনো ধরে রেখেছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী নৌকাবাইচ ও মেলা। প্রায় দেড় শতাব্দী ধরে কুমার নদে হয়ে আসছে এ আয়োজন।

বাংলা ৯ আশ্বিন, তদনুযায়ী বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) আয়োজিত এ মেলাকে কেন্দ্র করে সকাল থেকেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে আশপাশের গ্রামগুলোতে। নদীর দুই তীরে এবং নৌকায় ভেসে আসে অর্ধলক্ষাধিক মানুষের ঢল।

এ বছর নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নেয় ছোট-বড় ১০টি নৌকা। মেলার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজধানীর আরডিডি গ্রুপের কর্ণধার আজিজুল আকিল ডেভিড সিকদার। প্রতিযোগিতা শেষে বিজয়ী নৌকাগুলোর মালিকদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

মেলা উপলক্ষে সকাল থেকেই কুমার নদপাড়ে জমে ওঠে নানা পসরা। মিষ্টির দোকান, খেলনা, খাবার, ইলিশ মাছ ও গেন্ডারি আখ ছিল দর্শনার্থীদের প্রধান আকর্ষণ। অনেক পরিবার জামাই-নাতি-নাতনিদের নিয়ে উৎসবে অংশ নেন।

রেনিনগর গ্রামের দর্শনার্থী মেহেদী হাসান বলেন, “প্রতি বছরের মতো এবারও এসেছি। নৌকাবাইচ দেখার পাশাপাশি মিষ্টি ও খেলনা কিনে পরিবারের সবাইকে খুশি করেছি।”

সাংস্কৃতিক কর্মী রতন বিশ্বাস জানান, “তেলজুড়ী মেলাকে ঘিরে এলাকাবাসী এক অনন্য উৎসবে মেতে ওঠে। কন্যারা নাইওর আসেন, জামাই-সন্তান নিয়ে আনন্দ ভাগাভাগি করেন। যেন ঈদের আমেজ বিরাজ করে।”

মিষ্টির দোকানদার সিরাজ বিশ্বাস বলেন, “প্রায় ২০ বছর ধরে এ মেলায় মিষ্টি বিক্রি করছি। আজ শুধু আমিত্তি বিক্রি করেছি প্রায় ২ শত মন। বিক্রি খুব ভালো হচ্ছে।”

তবে ট্রলার ও সাউন্ডবক্সে তরুণদের অতিরিক্ত ভিড় এবং উচ্চশব্দে গান বাজানোর কারণে পরিবেশের শ্রী নষ্ট হয়েছে বলে অভিযোগ করেছেন অনেক দর্শনার্থী। তারা মেলা কমিটির উদাসীনতাকেই দায়ী করেছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!