ইসলামী যুব মজলিস মৌলভীবাজার শহর ও সদর উপজেলা শাখার পুনর্গঠন উপলক্ষে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় শহর মজলিস মিলনায়তনে দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা গঠন কার্যক্রম পরিচালনা করেন ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল মো. এহসানুল হক।
২০২৫-২৬ সাংগঠনিক সেশনের জন্য শহর শাখায় ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন নুহ বিন হুসাইন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. তালহা আহমদ চৌধুরী।
এছাড়া সদর উপজেলা শাখায় ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হয়েছেন আহমেদ রেজা এবং সাধারণ সম্পাদক হয়েছেন হামজা বিন হুসাইন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকদের শপথবাক্য পাঠ করান জেলা সভাপতি এহসানুল হক।
সহ-সভাপতি আব্দুর রহমান খালেদ, সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম হুজায়ফা, সাংগঠনিক সম্পাদক মহসিন আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম জহির, প্রশিক্ষণ সম্পাদক কামরুল আলম, প্রচার সম্পাদক বদরুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফাহিম আহমদ, প্রকাশনা সম্পাদক মাজহারুল ইসলাম তামিম এবং অফিস সম্পাদক মো. নুরুল ইসলাম।
সহ-সভাপতি প্রিন্সিপাল ইব্রাহিম খলিল ও তাওহিদুল ইসলাম মেনন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফাহিম, অর্থ সম্পাদক রাশেদ আহমদ তরফদার, প্রশিক্ষণ সম্পাদক সাইদুর রহমান আদী, প্রচার সম্পাদক ইরফান আলী তালুকদার এবং নির্বাহী সদস্য আমির উদ্দিন।
সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মো. এহসানুল হক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি শায়খুল হাদিস মাওলানা ফখরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ সাইফুর রহমান, ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার শহর সভাপতি ফখরুল ইসলাম ফয়সল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কাউন্সিলে ইসলামী যুব মজলিস ও খেলাফত মজলিসের নেতৃবৃন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে