শেরপুরের নালিতাবাড়ীতে জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামী পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ করেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শহিদ মিনার মুক্তিযোদ্ধা মঞ্চে বিক্ষোভ পূর্ববর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের পর বিক্ষোভ মিছিল শুরু হয় শহরের উত্তর বাজার থেকে এবং প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বাজার শাহী জামে মসজিদ গেইটে এসে শেষ হয়।
মিছিলে প্রধান অতিথি ছিলেন নকলা-নালিতাবাড়ী আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি শাহাদাত হোসেন বিএসসি, নকলায় জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ও সাবেক ছাত্রনেতা ফারদিন হাসান হাসিব, নালিতাবাড়ী পৌর জামায়াতের আমীর হেলাল উদ্দিন প্রমুখ।
জামায়াতের দাবিগুলো হলো-জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত কর, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
একুশে সংবাদ/এ.জে