AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোলায় শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় র‍্যাবের টহল শুরু


Ekushey Sangbad
গাজী তাহের লিটন, ভোলা জেলা প্রতিনিধি
০৬:৪৩ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

ভোলায় শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় র‍্যাবের টহল শুরু

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। এ পুজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ভোলায় র‌্যাব-৮ এর টহল শুরু হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল থেকে র‌্যাবের একটি দল শহরের মদনমোহন, মিহির লাল সাহা ও শতদল বিকাশ পুজামন্ডপসহ বিভিন্ন মন্ডপে টহল দিয়েছে। এই সময় র‌্যাব সদস্যরা মন্দির কমিটির সঙ্গে আলোচনা করে সার্বিক নিরাপত্তা বিষয়ক পরিকল্পনা নিয়েছেন।

র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের অধিনায়ক লে. শাহরিয়ার রিফাতের নেতৃত্বে র‌্যাব সদস্যরা নিশ্চিত করেছেন, পুজার সময় শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করতে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র জানায়, ভোলার সাত উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাবের ৮টি টিম মাঠে কাজ করবে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও গুজব রোধের কার্যক্রমও পরিচালনা করা হবে।

উল্লেখ্য, ভোলা জেলায় মোট ১১২টি মন্ডপে শারদীয় দুর্গাপুজা আয়োজন করা হয়েছে। বর্তমানে রঙতুলির কাজ শেষ হয়ে সাজসজ্জার কাজ চলছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!