রাঙ্গামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের অর্থায়নে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় তিনি বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট, সারোয়াতলী ইউনিয়নের উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত গার্ডার সেতু ও সেচ নালা প্রকল্প পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি মারিশ্যা-মাঝিপাড়া সীমান্ত সড়ক ঘুরে দেখেন।
পরিদর্শনের সময় সচিব মোঃ আব্দুল খালেক পার্বত্য চট্টগ্রামের কৃষি ও বনজ সম্পদের অপার সম্ভাবনার দিকে গুরুত্বারোপ করে বলেন, আগামীতে এসব সম্পদ কাজে লাগিয়ে অঞ্চলটির মানুষের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করা সম্ভব।
সফরে তার সঙ্গে ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালে আহম্মেদ, খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত বরন চাকমা, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবির, স্থানীয় ইউপি চেয়ারম্যানগণ, গণমাধ্যমকর্মী ও অন্যান্য কর্মকর্তা।
একুশে সংবাদ/এ.জে