বরিশালের উজিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, গণহত্যার দৃশ্যমান বিচারসহ ৫ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উজিরপুর ডাকবাংলো থেকে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল খালেক সভাপতিত্ব করেন। সেক্রেটারি মোঃ খোকন সরদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য ও বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার আব্দুল মান্নান।
সমাবেশে উপস্থিত ছিলেন পৌর জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আল আমিন সরদার, বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী বাসস্ট্যান্ডে মিছিল সমাপ্ত হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

