কুড়িগ্রামের উলিপুরে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। উপজেলা শাখার আয়োজনের র্যালি উলিপুর এমএস স্কুল এন্ড কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে এসে সমবেত হয় এবং সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখার যুব বিভাগ সভাপতি প্রভাষক মোঃ আবু মুসার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আমির এ্যাডভোকেট কামাল কবির লিটন প্রমুখ। বক্তারা বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবির বাস্তবায়ন না হলে নতুনভাবে আন্দোলন চালানো হবে।
উল্লেখযোগ্য দাবিগুলো হলো:
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন
নির্বাচনে উভয় কক্ষে পিআর (PR) পদ্ধতি চালু
লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত
বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন ও গণহত্যার বিচার দৃশ্যমান করা
স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা
উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াত শাখার নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে