মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় শুক্রবার জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন, উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, গণহত্যার বিচার এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মোঃ জামাল উদ্দিন আহম্মেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের এমপি প্রার্থী ও সাবেক জেলা আমির অধ্যাপক এবিএম ফজলুল করিম।
অন্যান্য উপস্থিতরা ছিলেন উপজেলা শাখার সেক্রেটারি প্রভাষক আমিনুল ইসলাম, পদ্মা সেতু উত্তর থানার আমির মুফতি আনোয়ার হোসাইন এবং জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
বিক্ষোভ মিছিলটি মালির অংক বাজার থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
একুশে সংবাদ/এ.জে