বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বাগেরহাট-৩ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন বলেছেন, পি আর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি সাধারণ মানুষ মেনে নেবে না এবং এটি শুধু নির্বাচন পণ্ড করার ষড়যন্ত্র।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মোরেলগঞ্জ পৌর শহরের একটি মসজিদে জুম্মার নামাজের পর মুসল্লীদের উদ্দেশ্যে তিনি বলেন, “দেশের জনগণ সকল ক্ষমতার উৎস। যারা পি আর পদ্ধতি নিয়ে ক্ষমতায় আসতে চায়, তারা স্থানীয় জনসমর্থনকে উপেক্ষা করছে। কিছু ধর্মভিত্তিক দল পি আর নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। পি আর পদ্ধতি অসাংবিধানিক এবং ইসলাম এটি সমর্থন করে না।”
তিনি আরও বলেন, “দুই যুগ ধরে আমি মোরেলগঞ্জ-শরনখোলার সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের পাশে থেকেছি। আমি বাগেরহাট-৪ আসনে দুইবার বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছি। আশা করছি, এবারও দল আমাকে দলীয় প্রতিক দেবে।”
শিপন বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রস্তাব ঘোষণা করেছিলেন। আমরা সেই প্রস্তাব মোরেলগঞ্জ-শরনখোলার প্রতিটি ঘরে পৌঁছে দিয়েছি। আগামী বছরের ফেব্রুয়ারিতে ভোট মাথায় রেখেই বিএনপি ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করছে।”
সমাবেশে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আল ইসলামসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
একুশে সংবাদ/এ.জে