ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচরে কুমার নদ থেকে ডুবে নিখোঁজ হওয়া শিশু সোয়াদ (৭)-এর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে নদীর তীরে বাঁশঝোপের পাশে মরদেহটি ভেসে ওঠে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের কুমার নদে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় সোয়াদ ও তার চাচাতো ভাই তৌসিক (৬)। তাদের উদ্ধারে দাদি মালেকা বেগম মালা (৭০) নদীতে ঝাঁপ দিলে তিনজনই নিখোঁজ হন।
পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে নদীতে দুটি মরদেহ ভেসে ওঠে। ফায়ার সার্ভিসকে খবর দিলে সন্ধ্যায় উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় শনাক্ত হয়— দাদি মালেকা বেগম মালা ও নাতি তৌসিক। তবে আরেক নাতি সোয়াদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার হয়।
নিহতদের পরিচয়:
মালেকা বেগম মালা (৭০), স্বামী: বেলালউদ্দিন মৃধা
তৌসিক (৬), পিতা: জহিরুল ইসলাম তোতা
সোয়াদ (৭), পিতা: শরিফউদ্দিন মৃধা
তৌসিক ও সোয়াদ স্থানীয় ভাসানচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
ভাসানচর হামিদনগর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী জানান, “শুক্রবার ফজরের নামাজের পর থেকেই এলাকাবাসী শিশুটির খোঁজে নদীতে অনুসন্ধান চালায়। সকাল ৮টার দিকে বাঁশঝোপের পাশে ভেসে থাকা অবস্থায় সোয়াদের মরদেহ উদ্ধার করা হয়।”
একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানিয়েছেন, এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে আরও সতর্ক হতে হবে।
একুশে সংবাদ/এ.জে