AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অতীতে নির্বাচনে অবৈধ কার্যক্রমের জড়িতদের দায়িত্ব পালন করতে দেয়া হবে না: ইসি


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০২:২৫ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

অতীতে নির্বাচনে অবৈধ কার্যক্রমের জড়িতদের দায়িত্ব পালন করতে দেয়া হবে না: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে আইন অনুযায়ী কাজ করছে। অতীতে নির্বাচনে অবৈধ কার্যক্রমে জড়িতদের নির্বাচনী দায়িত্ব পালন করতে দেওয়া হবে না বলে স্পষ্ট করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে শহীদ সাটু হল মিলনায়তনে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, “বিধি ও আইনের ব্যতয় করে কমিশন কোনো কাজ করতে পারে না। আমরা আইন অনুযায়ী নির্বাচন পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছি। যারা অতীতে ভোট কারচুপি বা অন্য কোনো অবৈধ কার্যক্রমে জড়িত ছিলেন, তাদের নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা হবে।”

জামায়াতে ইসলামী’র পিআর পদ্ধতির দাবি এবং এনসিপি’র প্রতীক সংক্রান্ত জটিলতা নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব ফেলবে না জানিয়ে তিনি বলেন, “নির্বাচন স্বচ্ছ হয়েছে কি হয়নি, তা বিভিন্ন দল বলতে পারে। তবে এখন পর্যন্ত কমিশনের কাছে এমন কোনো অভিযোগ আসেনি। পরিস্থিতি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও ভোট কারচুপি প্রতিরোধে মাঠ পর্যায়ে কার্যকর মোবাইল টিম, মোবাইল কোট, ইলেকট্রাল ইনকোয়ারি ও পর্যবেক্ষক টিমের মাধ্যমে মনিটরিং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কর্মশালায় রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশনার আনিছুর রহমান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব একেএম নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম এবং সিবিটিইপি প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান। বিভিন্ন পর্যায়ে মাঠে কাজ করা ৭০ জন কর্মকর্তা ও কর্মচারী কর্মশালায় অংশ নেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!