চুয়াডাঙ্গার জীবননগরে হিন্দু ধর্মালম্বীদের অন্যতম বড় উৎসব শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখরভাবে পালনের জন্য ২৫টি পূজামণ্ডপ প্রস্তুত করা হয়েছে। প্রতিমা তৈরি শেষ হওয়ায় এখন কারিগররা রংতুলি দিয়ে দেবীর সৌন্দর্য বর্ধনের কাজ করছেন। এছাড়াও পূজামণ্ডপ এলাকায় বাহারি আলোকসজ্জা করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
জীবননগর পূজা উদযাপন কমিটির আহবায়ক শ্রী জীবন সেন জানান, জীবননগর উপজেলায় মোট ২৫টি পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে জীবননগর পৌরসভায় ৩টি, উথলী ইউনিয়নে ৫টি, মনোহরপুরে ৪টি, কেডিকে ইউনিয়নে ৩টি, আন্দুলবাড়িয়া ইউনিয়নে ২টি, রায়পুর ইউনিয়নে ৩টি, হাসাদাহ ইউনিয়নে ১টি, বাঁকা ইউনিয়নে ২টি এবং সীমান্ত ইউনিয়নে ২টি পূজামণ্ডপ রয়েছে। সকল মণ্ডপে প্রতিমা প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আশপাশে আলোকসজ্জা করা হয়েছে। এবারের দুর্গোৎসব ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শেষ হবে।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন হোসেন বলেন, “উপজেলার সকল পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুলিশ, আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকেরা দায়িত্বে থাকবেন। পূজা উদযাপন কমিটির সঙ্গে আমরা সবসময় যোগাযোগ রাখছি। আশা করি সনাতন ধর্মালম্বীরা উৎসব আনন্দের মধ্য দিয়ে নির্বিঘ্নে পালন করবেন।”
একুশে সংবাদ/চু.প্র/এ.জে