জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে কালীগঞ্জ উপজেলা জামায়াত ইসলামী বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। আগামীকাল শুক্রবার সকাল ৯:৩০ মিনিটে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ মাঠ থেকে মিছিল শুরু হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা জামায়াতের কার্যালয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় পৌর আমীর মাওলানা আমিমুল এহসানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর হাজী মোঃ আফতাব উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী এ্যাড. তাজুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মোবারক হোসেন, নাগরী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আবুল হাসনাত, বক্তারপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী সালাউদ্দিন সিরাজী, তুমলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী রেজাউল ইসলাম ভূইয়া সহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
আগামীকালের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর-৫ আসনের জামায়াত প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মোঃ খায়রুল হাসান।
সভায় আগামীকালকের বিক্ষোভ সমাবেশ সুন্দর ও সার্থকভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ সবাইকে তাদের দায়িত্ব সুচারুভাবে পালনের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে