AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিরপুরে বিভিন্ন পূজা মন্ডপে অগ্নি নির্বাপক যন্ত্র বিতরণ


Ekushey Sangbad
আলমগীর মন্ডল, মিরপুর, কুষ্টিয়া
০৭:৫৬ পিএম, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

মিরপুরে বিভিন্ন পূজা মন্ডপে অগ্নি নির্বাপক যন্ত্র বিতরণ

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সকল পূজা মন্ডপে অগ্নি নির্বাপক যন্ত্র বিতরণ ও আগুন নিয়ন্ত্রক বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে এসব যন্ত্র বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মাহফুজুর রহমান, মিরপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন লিডার রফিকুল ইসলাম, ফায়ার ফাইটার মাহবুবুর রহমান, সহকারী আসাদুল ইসলাম, পূজা মন্ডপের প্রতিনিধি আনন্দ কুমার দেবনাথ, শ্যামল দত্ত প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম বলেন, বিভিন্ন পূজা মন্ডপে অগ্নি নির্বাপক যন্ত্র বিতরণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও নিরাপদভাবে উদযাপনের ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে। সরকার ও স্থানীয় প্রশাসন পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় রেখে প্রতিমা নির্মাণ, বিসর্জন ও মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে অগ্নি নির্বাপক যন্ত্রসহ প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করলে দুর্ঘটনা রোধে কার্যকর ভূমিকা রাখবে।

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

Link copied!