পটুয়াখালীর বাউফল পৌর শহরে ধারাবাহিকভাবে দ্বিতীয় সপ্তাহেও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে পৌর ছাত্রদল।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। এতে বাউফল উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবু জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাগর, পৌর ছাত্রদল নেতা মাসুম, আবু, রাকিব ও তানভীর প্রমুখ।
ছাত্রদল নেতৃবৃন্দ জানান, শহরকে পরিষ্কার রাখা কেবল পৌরসভার দায়িত্ব নয়, নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে, যাতে তারা নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলেন এবং নিজেদের শহর নিজেরাই পরিষ্কার রাখেন।
এছাড়া সম্প্রতি ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করেন নেতাকর্মীরা।
ছাত্রদল নেতারা বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখতে এ কর্মসূচি আগামী সপ্তাহগুলোতেও অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এ.জে