নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলন রোধে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন, বিজিবি ও থানা পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) টেপাখড়িবাড়ি ইউনিয়নের বার্নিরঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পাথর উত্তোলনে ব্যবহৃত ইঞ্জিনচালিত ১৩টি নৌকা ধ্বংস করা হয় এবং নদী থেকে পাথর উত্তোলনের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির। এসময় বিজিবি ও থানা পুলিশ সহযোগিতা প্রদান করে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন ব্যক্তিকে ম্যানেজ করে তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিলেন। এতে নদীর প্রবাহ বাধাগ্রস্ত হয়ে বিভিন্ন এলাকায় ভাঙ্গন সৃষ্টি হয়েছে এবং ফসলি জমি হুমকির মুখে পড়েছে। স্থানীয়রা প্রশাসনের এই অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান অভিযান সত্যতা নিশ্চিত করে বলেন, “এই অভিযান অব্যাহত থাকবে। যেখানেই অবৈধভাবে পাথর উত্তোলন হবে, সেখানেই প্রশাসন এমন অভিযান চালাবে।”
একুশে সংবাদ/নী.প্র/এ.জে