AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার: দৈনিক আজাদী ও গণতন্ত্রের প্রতীক


Ekushey Sangbad
গাজী তাহের লিটন, ভোলা জেলা প্রতিনিধি
০৬:৪১ পিএম, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার: দৈনিক আজাদী ও গণতন্ত্রের প্রতীক

দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা সম্পাদক ও বাঙালী মুসলমানদের নবজাগরণের অগ্রদূত মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ারের ৬৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার উদ্যোগে বুধবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে “মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার, দৈনিক আজাদী এবং গণতন্ত্র” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন সংস্থার কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট সাংবাদিক এস.এম. জামাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি। মুখ্য আলোচক ছিলেন প্রবীণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রেস কাউন্সিল সদস্য মইনুদ্দীন কাদেরী শওকত। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন।

সেমিনারটি পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এস.এম. জামাল উদ্দিন। এছাড়া আলোচনায় অংশগ্রহণ করেন বিভিন্ন সাংবাদিক, মানবাধিকারকর্মী, রাজনীতিবিদ, শিক্ষার্থী ও স্থানীয় নেতারা।

প্রধান অতিথি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার, দৈনিক আজাদী এবং গণতন্ত্র একই সূত্রে গাঁথা। তিনি চট্টগ্রামের সংবাদপত্র শিল্প ও প্রকাশনায় একটি ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাষ্ট্রভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ১৯৯০ সালের স্বৈরাচ্যবিরোধী আন্দোলনে দৈনিক আজাদী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

সভাপতি এস.এম. জামাল উদ্দিন বলেন, “অত্যন্ত সৎ ও ধর্মপ্রাণ আবদুল খালেক ইঞ্জিনিয়ার কখনো সংকীর্ণ বা একদেশদর্শী ছিলেন না। তার জীবন, বিশ্বাস ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ধর্ম ও প্রগতি সংযোজনের মাধ্যমে তিনি আধুনিকতার এক অনবদ্য প্রতীক হিসেবে পরিচিত।”

মুখ্য আলোচক বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত বলেন, “যাঁদের জীবনাদর্শ আমাদের অনুপ্রাণিত করত, আজও আবদুল খালেক ইঞ্জিনিয়ারের জীবন আমাদের পথপ্রদর্শক। তিনি সর্বগুণে গুণান্বিত এক অসাধারণ মানুষ।”

উদ্বোধনী বক্তব্যে প্রেসক্লাব সদস্য সচিব জাহিদুল করিম কচি বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে দৈনিক আজাদী ও অন্যান্য সংবাদপত্রের ভূমিকা অনন্য। খালেক ইঞ্জিনিয়ারের অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!