বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ঐতিহ্যবাহী রূপায়ণ সাংস্কৃতিক সংঘের কার্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৭) জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ও নিবন্ধক এ কে এম আখতারুজ্জামানের অনুমোদন পেয়েছে।
১১ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটির সভাপতি হলেন মোঃ নূর আলম, সহ-সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, সহ-সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান ইকবাল, কোষাধাক্ষ মোঃ ইউনুছ আহমেদ সজল মৃধা,ক্রীড়া সম্পাদক মোঃ আব্বাস আলী তালুকদার, নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ফয়েজ আহমেদ টুপুর মোল্লা, দপ্তর সম্পাদক মোঃ হারুন হাওলাদার, প্রচার সম্পাদক মোঃ আসিকুজ্জামান সরদার শামীম, সমাজ সেবা সম্পাদক মোঃ রেদওয়ান হোসাইন হাওলাদার।
প্রতিষ্ঠানটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়ে ১৯৯৯ সালে বরিশাল সমাজসেবা কার্যালয় থেকে নিবন্ধন লাভ করে। এর পর থেকে সংঘটি যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে বিভিন্ন ক্রীড়া, নাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে আসছে। এছাড়াও প্রতিষ্ঠানটি কুসংস্কারের বিরুদ্ধে সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করছে এবং বেকার যুবকদের বিভিন্ন কর্মক্ষেত্রে প্রশিক্ষণ প্রদান করছে।
একুশে সংবাদ/এ.জে