মাগুরার শালিখায় ৬০০টি পরিবারের মাঝে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। সিটি ব্যাংকের সিএসআর ফান্ডের অর্থায়নে সিএনআরএস কর্তৃক আজ বুধবার( ২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা সদর আড়পাড়া ইকোপার্ক প্রাঙ্গণে এই গাছের চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন।
এ সময় উপস্থিত ছিলেন সিএনআরএস-এর পক্ষে সাইট অফিসার মোঃ শহীদুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন বলেন, “সবাই মিলে কমপক্ষে একটি করে গাছ লাগাতে হবে। গাছ লাগালে পরিবেশ বাঁচবে। আর পরিবেশ বাঁচলে আমরাও বাঁচতে পারব।”
একুশে সংবাদ/মা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

