AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সীমান্ত ঘেঁষা বাঘাইছড়িতে সেনা অভিযানে ধরা পড়ল ভারতীয় অবৈধ সিগারেট


Ekushey Sangbad
বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি, রাঙ্গামাটি
০৪:৩৯ পিএম, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

সীমান্ত ঘেঁষা বাঘাইছড়িতে সেনা অভিযানে ধরা পড়ল ভারতীয় অবৈধ সিগারেট

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলাধীন খেদারমারা ইউনিয়নের হীরারচর ও কালাপাকুইজ্জা-গাতাছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করেছে সেনাবাহিনীর লংগদু জোন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মধ্যরাতে লংগদু জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোরশেদ, এসপিপি, পিএসসি-এর নির্দেশে ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর রিফাত উদ্দিন লিওন ও ক্যাপ্টেন রাফিউল ইসলাম রাহাতের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল অভিযান চালায়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সিগারেট ফেলে পালিয়ে যায় চোরাকারবারি দল।

পরে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে অবৈধ পথে আনা ৬৭০ প্যাকেট পেট্রোন সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।

চোরাচালান ঠেকাতে সদা সর্বদা প্রস্তুত থাকার বিষয়ে লংগদু সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোরশেদ, এসপিপি, পিএসসি জানিয়েছেন।

 

একুশে সংবাদ/রা.প্র/এ.জে

Link copied!