জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চরনগর মণ্ডলবাড়ি এলাকায় ভিমরুলের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত কৃষক ওই এলাকার ছমেছ উদ্দিন মণ্ডলের তৃতীয় ছেলে বাদল মণ্ডল (৫২)।
স্বজনদের বরাতে জানা যায়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বাড়ির পাশের বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে গেলে হঠাৎ ভিমরুলের আক্রমণের শিকার হন বাদল মণ্ডল। ভিমরুলের কামড়ে তিনি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। বিকেল ৩টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক। ভিমরুলের কামড়ে আজ বিকেল ৩টার দিকে কৃষক বাদল মণ্ডলের মৃত্যু হয়েছে।”
মৃত্যুকালে বাদল মণ্ডল স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন।
একুশে সংবাদ/জা.প্র/এ.জে