AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ ৭


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,গাজীপুর
০৬:২১ পিএম, ২২ সেপ্টেম্বর, ২০২৫

টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ ৭

গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে সাহারা সুপার মার্কেটের পাশে অবস্থিত গোডাউনটিতে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে এবং চারপাশের এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

ফায়ার সার্ভিসের চারজন সদস্য এবং স্থানীয় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হলে জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, টঙ্গীর ফাহারা মার্কেট ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে অসংখ্য কেমিক্যাল গোডাউন গড়ে উঠেছে। এসব স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় সবসময় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকে। তাদের দাবি, প্রশাসনকে ঝুঁকিপূর্ণ এসব গোডাউনের কার্যক্রমের ওপর কঠোর নজরদারি ও ব্যবস্থা নিতে হবে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভেতরে থাকা দাহ্য কেমিক্যাল থেকেই আগুনের সূত্রপাত। তদন্ত শেষে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

Link copied!