নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাপুরা এলাকায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে প্রীতম দাস (২১) নামে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রূপগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে।
গ্রেফতারকৃত প্রীতম দাস ওই এলাকার স্বপন দাসের ছেলে এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির সিইসি বিভাগের শিক্ষার্থী।
পুলিশ জানায়, শনিবার রাতে ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করেন প্রীতম দাস। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় রূপগঞ্জ থানার এসআই তাপস কুণ্ড বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন মন্তব্য করায় প্রীতম দাসকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”
একুশে সংবাদ/না.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

