AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজনগরে রাস্তা মেরামতের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন


Ekushey Sangbad
এহসান বিন মুজাহির, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
০৯:১৬ পিএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

রাজনগরে রাস্তা মেরামতের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মৌলভীবাজারের রাজনগর থানার খেয়াঘাট বাজার-আব্দুল্লাহপুর রোডের অসম্পূর্ণ কাজ দ্রুত সম্পন্ন ও ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে ফতেহপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সচেতন নাগরিক ফোরামের আয়োজনে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জাহিদপুর সিরাজ মার্কেট থেকে মিছিলটি বের হয়ে আব্দুল্লাহপুর হয়ে বাংলাবাজার পর্যন্ত যায়। মিছিল শেষে বাংলাবাজারে মানববন্ধন করেন এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য দেন আব্দুল্লাহপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সোহেল আহমদ, জাহিদপুরের প্রবীণ মুরুব্বি আব্দুল আলী, আব্দুল্লাহপুর মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা শাহ আলম, নানু মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে খেয়াঘাট-আব্দুল্লাহপুর সড়কটির বেহাল অবস্থা বিরাজ করছে। রাস্তার বিভিন্ন স্থানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। কাশিমপুর থেকে জাহিদপুর পর্যন্ত অংশ খুঁড়ে রাখা হলেও গত এপ্রিল মাস থেকে কাজ বন্ধ রয়েছে। এতে জনসাধারণের ভোগান্তি বহুগুণে বেড়েছে। অসুস্থ নারী ও শিশুদের নিয়ে চলাচল কষ্টকর হয়ে পড়ছে। স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে ক্লাসে পৌঁছাতে পারছে না।
তারা সড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে সচেতন নাগরিক ফোরামের পক্ষ থেকে ঘোষণা-পত্র পাঠ করেন রাশেদ বিন শফিক।

 

একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে

Link copied!