কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে গোপালগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ায় এ কর্মসূচী পালন করা হয়।
বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা পলিটেকনিক ইন্সটিটিউট থেকে বিক্ষোভ মিছিল বের করে, যা ১২টার দিকে মহাসড়কে গিয়ে অবস্থান নেয়। শিক্ষার্থীরা তাদের ৪ দফা দাবিতে স্লোগান দেন। অবরোধ চলতে থাকে বিকেল ৩টা পর্যন্ত, প্রশাসনের আশ্বাসে শেষে তারা অবরোধ তুলে নেয়।
৩ ঘণ্টার এ অবরোধের কারণে রাস্তার উভয় পাশে শতশত যানবাহন আটকা পড়ে এবং রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
শিক্ষার্থীদের দাবিগুলো ছিল:প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে প্রকাশ্যে গুলি ও হত্যার হুমকি প্রদানের জন্য দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক ৩ দফা দাবির পক্ষে পরিচালিত কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করা।কারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা দাবির রূপরেখা অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন।ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করা।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে