নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বালুর মাঠে সোনারগাঁ শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সালাউদ্দিন সালু। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য দেওয়ান শফিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক মোঃ আবু মোর্শেদ মোল্লা, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা শামীম মিয়া, আক্তার হোসেন, মোঃ আবু নাইম, জাহিদুল ইসলাম এবং অন্যান্য হাজার হাজার নেতাকর্মী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজ হাতে গড়া জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কখনো অন্যায় করে না এবং অন্যায় কারিদের প্রশ্রয় দেয় না। সোনারগাঁ স্বেচ্ছাসেবক দল একটি ব্র্যান্ড।”
একুশে সংবাদ/না.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

