AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোল্লাহাটে ইনসিডিনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত



মোল্লাহাটে ইনসিডিনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

“শিশু ও যুবাদের নেতৃত্বে গড়ে উঠুক নিরাপদ ডিজিটাল ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে ইইউ স্পিক আপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২:৩০ টায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইনসিডিন বাংলাদেশ আয়োজিত সভা উপজেলা মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। তিনি বলেন, “প্রতিটি জিনিসের ভালো-মন্দ দিক থাকে। আমাদের ভালো দিকগুলো গ্রহণ করতে হবে এবং খারাপ দিকগুলো বর্জন করতে হবে। মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে সচেতন হওয়া প্রয়োজন। সন্তানদের মোবাইল ব্যবহারের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। শিশুরাই জাতির ভবিষ্যৎ; এক সময় আমাদের দেশ পরিচালনার দায়িত্ব তাদের হাতে থাকবে। তাদের সঠিকভাবে গড়ে তুলতে ব্যর্থ হলে তা দেশের জন্য ক্ষতিকর হতে পারে।”

তরুণ অংশগ্রহণকারীদের প্রতিনিধি সমাপ্তি বিশ্বাস ও তানভির জেদ বলেন, “মোবাইল ব্যবহারে সচেতন হতে হবে, ইন্টারনেটের নিয়ম-নীতি জেনে বুঝে ব্যবহার করতে হবে। সচেতনতার মাধ্যমেই নিরাপদ ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

অন্যান্য বক্তারা বলেন, “মোবাইল আসক্তি আমাদের সন্তানদের ভবিষ্যতকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। শিশুদের সুরক্ষার জন্য শুধু সচেতনতা নয়, প্রাতিষ্ঠানিক সহায়তা, নীতিমালা প্রণয়ন এবং সঠিক বাস্তবায়নও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক, বাগেরহাট জেলা সমাজসেবার উপ-পরিচালক এস.এম. রফিকুল ইসলাম, জেলা যুব ও ক্রীড়া বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান, মোল্লাহাট কেআর কলেজের অধ্যক্ষ এল. জাকির হোসেন, এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, তরুণ নেতৃত্ব ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

 

একুশে সংবাদ/বা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!