AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোরেলগঞ্জের ইউএনও হাবিবুল্লাহ দুই উপজেলার ৬ গুরুত্বপূর্ণ দপ্তর একাই সামলাচ্ছেন



মোরেলগঞ্জের ইউএনও হাবিবুল্লাহ দুই উপজেলার ৬ গুরুত্বপূর্ণ দপ্তর একাই সামলাচ্ছেন

বাগেরহাটের মোরেলগঞ্জ দেশের দক্ষিনাঞ্চলের একটি উপকূলীয় উপজেলা। নীলকুঠিরের কুঠিবাড়ি ও রবার্ট মোরেলের নামধারায় গঠিত, পানগুছি নদীর দুপাশ ঘেষা ৪৩৮ বর্গমাইলের এই উপজেলায় ২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন মোঃ হাবিবুল্লাহ।

বাগেরহাট জেলার দুইটি উপজেলার সরকারি গুরুত্বপূর্ণ ৬টি দপ্তরের দায়িত্ব একাই সামলাচ্ছেন তিনি। ইউএনও হিসেবে নিজ কার্যালয়ের কার্যক্রম সম্পাদনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে মোরেলগঞ্জ উপজেলা পরিষদের প্রশাসক এবং পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছেন।

শুধু নিজ উপজেলাতেই নয়, পাশ্ববর্তী ১৫১ বর্গমাইলের শরনখোলা উপজেলায়ও উপজেলা নির্বাহী অফিসার, শরনখোলা সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন তিনি। ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা যোগদানের পর থেকে প্রশাসনিক দায়িত্ব পালনে দক্ষতা, স্থীর বুদ্ধিমত্তা, আন্তরিকতা ও নিষ্ঠার পরিচয় দিয়ে যাচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উপজেলার বিভিন্ন দপ্তরের স্থায়ী কমিটির ৯টিতে নারী ভাইস চেয়ারম্যান এবং ৮টিতে পুরুষ ভাইস চেয়ারম্যান সাধারণত সভাপতির দায়িত্ব পালন করতেন। উপজেলা চেয়ারম্যান কিছু কমিটিতে উপদেষ্টা এবং ৮-১০টি কমিটির সভাপতির দায়িত্বে থাকতেন। কিন্তু চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান না থাকায় বর্তমানে এসব কমিটির সভাপতির দায়িত্বও পালন করছেন ইউএনও হাবিবুল্লাহ।

যোগদানের পর থেকেই তার কর্মদক্ষতা, আন্তরিকতা ও জনবান্ধব আচরণ এই উপকূলীয় জনপদের মানুষের নজর কাড়ছে। পৌরসভা ও উপজেলায় উন্নয়নেও তিনি পরিবর্তন এনেছেন। পাশাপাশি বিভিন্ন সময় হতদরিদ্র ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, “আমি যোগদানের পর থেকেই সরকারের নির্দেশনা বাস্তবায়নে আমার উপর অর্পিত সকল দায়িত্ব জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছি। সদ্য শরনখোলা উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছি। তবে, যে কোনো দায়িত্ব আল্লাহর তাআলার রহমত থেকে আসে। সরকারের পক্ষ থেকে যে দায়িত্ব এসছে, আমি এটিকে এক ধরনের আশীর্বাদ হিসেবে দেখছি। চেষ্টা করছি সরকারের সকল নির্দেশনা সঠিক ও স্বচ্ছভাবে বাস্তবায়ন করে উপকূলীয় এই অঞ্চলকে এগিয়ে নিতে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!