বানারীপাড়ায় বরিশাল থেকে প্রচারিত পাঠকবহুল দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত ১ নভেম্বর ছিল পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। এক বছরে পত্রিকাটি বৃহত্তর বরিশাল বিভাগের পাঠকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে।
গত ২ নভেম্বর বানারীপাড়া প্রেসক্লাবে সাংবাদিকবৃন্দ ও অন্যান্য অতিথিদের উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক ইলিয়াস শেখ, মোঘল সুমন, সাফকাত শুভ, সাংবাদিক জাহিন খালাসি, সৈয়দ নুরুজ্জামান পলাশ, সাব্বির হোসেন, মাসুদ হাওলাদার প্রমুখ।
বাংলাদেশ বাণী পত্রিকার বানারীপাড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মাইদুল ইসলাম শফিকের আমন্ত্রণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
পত্রিকার প্রচার প্রসঙ্গে সাংবাদিক মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, “বাংলাদেশ বাণী ইতোমধ্যেই পাঠকের মনে গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে এবং এটি বরিশাল অঞ্চলের অন্যতম জনপ্রিয় পত্রিকা।”
সাংবাদিক জাকির হোসেন বলেন, “পত্রিকাটি বরিশাল বিভাগে মাত্র এক বছরেই ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করেছে। আশা করি ভবিষ্যতেও পত্রিকাটি সত্য প্রকাশে অটুট থাকবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

