ফরিদপুরের সদরপুর উপজেলায় মাত্র ১০ টাকায় ইলিশ মাছ দেওয়ার ঘোষণা দিয়ে বিপাকে পড়েছেন স্বতন্ত্র এমপি প্রার্থী মুফতি রায়হান জামিল। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সদরপুরের বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ ভিড় জমায়। তবে পর্যাপ্ত ইলিশ না থাকায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। হট্টগোলের মধ্যে রায়হান জামিল দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করলে ক্ষুব্ধ জনতা তার গাড়ি ঘিরে ধরে। পরে স্থানীয়দের সহায়তায় তিনি কোনোমতে সেখান থেকে প্রাণে বাঁচেন।
ইলিশ নিতে আসা অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা শুনেছিলাম ১০ টাকায় ইলিশ দেওয়া হবে। সকাল থেকে অপেক্ষা করেছি, কিন্তু মাছ পাইনি। উল্টো ধাক্কাধাক্কি আর মারামারি হয়েছে। পরে দেখি প্রার্থী পালিয়ে যাচ্ছেন।”
রায়হান জামিল এ বিষয়ে জানান, “মানুষের উপকারে ইলিশ বিতরণের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু অস্বাভাবিক ভিড় ও বিশৃঙ্খলার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিরাপত্তার স্বার্থে আমাকে দ্রুত চলে আসতে হয়।”
সদরপুর থানার ওসি সুকদেব রায় বলেন, “আগেই রায়হান জামিলকে এ ধরনের কর্মসূচি না করার জন্য সতর্ক করা হয়েছিল। তিনি তা না মেনে বিতরণ কার্যক্রম চালান। পরে বিশৃঙ্খলার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”
উল্লেখ্য, বিশিষ্ট আলেম মুফতি রায়হান জামিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। এর আগে তিনি ২ টাকা কেজিতে চাল বিক্রির উদ্যোগও নিয়েছিলেন।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে