ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে দুটি হনুমান লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা কখনো বাজারে, কখনো কলেজ রোডে বা বিভিন্ন বাড়ির উঠোনে গিয়ে খাবার খুঁজছে। কেউ তাদের কাছে খাবার দিলে তা খাচ্ছে, আবার কখনো মানুষের হাত থেকে খাবার ছিনিয়ে নিচ্ছে।
পৌর সদরের আধারকোঠা এলাকার বাসিন্দা তোরা সাহা জানান, “বাসার উঠানে আচার রাখা ছিল। হঠাৎ দুটি হনুমান এসে তা খেয়ে ফেললো। কাউকে বিরক্ত করতে গেলে ধাওয়া করে।”
ঠাকুরপুর ব্রীজের কাছে স্কুল শিক্ষক অসীত কুমার গুহ বলেন, “হনুমান ভগবান শ্রী রামকৃষ্ণের ভক্ত। তাই আমি ভক্তি থেকে তাদের খাবার দিচ্ছি।”
স্থানীয়রা জানান, হনুমান দুটি আশপাশের গাছের ডালে লাফালাফি করছে এবং মানুষের হাতে থাকা খাবারও ছিনিয়ে নিচ্ছে। এতে কিছু মানুষ আতঙ্কিত হলেও কেউ কেউ তাদের আপ্যায়ন করছেন।
প্রাণীবিদরা বলেন, বনাঞ্চলে পর্যাপ্ত খাবারের অভাবে বন্য হনুমানগুলো লোকালয়ে আসে। তারা সতর্ক করে বলছেন, পরিবেশ রক্ষা ও বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি এ ধরনের প্রাণীর জন্য নিরাপদ আশ্রয় ও খাদ্য সরবরাহের ব্যবস্থা নেওয়া উচিত।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

