গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সাবেক মহাব্যবস্থাপক বীর মুক্তিযোদ্ধা আ ফ ম জাকারিয়ার মৃত্যুবার্ষিকী আজ (১৭ সেপ্টেম্বর)। ২০১২ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।
মুক্তিযুদ্ধের সংগঠক, সাহসী যোদ্ধা এবং সমাজসেবক হিসেবে পরিচিত আ ফ ম জাকারিয়া স্বাধীনতার পরও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালে উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের অধিকার আদায়ে সবসময় ছিলেন সোচ্চার।
তাঁর মৃত্যুবার্ষিকীতে পরিবার, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম পিতৃতুল্য বড় ভাইয়ের রুহের মাগফেরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
তিনি বলেন, “বীর মুক্তিযোদ্ধা আ ফ ম জাকারিয়া শুধু আমার বড় ভাই নন, ছিলেন দিকনির্দেশক ও অভিভাবকসুলভ মানুষ। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন তার আত্মাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।”
স্থানীয়দের মতে, আ ফ ম জাকারিয়ার অবদান ও আদর্শ আজও তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করছে।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে