শারদীয় দুর্গাপূজা সামনে রেখে প্রথম চালানে বাংলাদেশ থেকে ভারতে গেল সাড়ে ৩৭ টন ইলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আটটি ট্রাকে এসব ইলিশ পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন।
কলকাতার পাঁচটি প্রতিষ্ঠান—ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল—প্রথম চালানের ইলিশ আমদানি করেছে। অন্যদিকে বাংলাদেশি ছয়টি রপ্তানিকারক প্রতিষ্ঠান মোট ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ রপ্তানি করে। প্রতিষ্ঠানগুলো হলো সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস ট্রেডার্স ও লাকি ট্রেডিং।
সরকারি অনুমোদন অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে এবার ভারতে সর্বমোট ১২০০ টন ইলিশ রপ্তানি করা যাবে। এ জন্য ৩৭টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠানকে ৩০ টন করে, নয়টি প্রতিষ্ঠানকে ৪০ টন করে এবং দুটি প্রতিষ্ঠানকে ২০ টন করে রপ্তানির সুযোগ দেওয়া হয়েছে।
আগামী ২৮ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গজুড়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা। উৎসবের আগেই বাংলাদেশের পদ্মার ইলিশ ভারতীয় বাজারে পৌঁছাতে শুরু করেছে।
একুশে সংবাদ/এ.জে