কুষ্টিয়ার মিরপুরে তামাক চাষ নিরুৎসাহিতকরণ ও নিরাপদ খাদ্য উৎপাদনে উপজেলা পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মিরপুর প্রেসক্লাবের হলরুমে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং এশিয়া প্যাসিফিক ফোরাম উইমেন ল অ্যান্ড ডেভেলপমেন্টের সহযোগিতায় এ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী উম্মে সালমার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা লিমন শেখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার সমন্বয়কারী জায়েদুল হক মতিন। এ সময় উপস্থিত ছিলেন মনিটরিং অফিসার বিপ্লব বিশ্বাস, ইয়ং রিসার্চার শিবলী আক্তার, বারুইপাড়া ইউপি সদস্য হাসিনা খাতুন প্রমুখ।
সংলাপে বক্তারা বলেন, তামাক চাষ মাটি ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি যেমন স্বাস্থ্যঝুঁকি বাড়ায়, তেমনি মাটির উর্বরতা নষ্ট করে। তাই বিকল্প হিসেবে ভুট্টা, ধান, পাট ও অন্যান্য নিরাপদ সবজি চাষে কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় অবদান রাখতে পারবেন। পরিবেশবান্ধব এসব ফসল ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করবে।
বক্তারা তামাক চাষের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে