আসন্ন সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তি-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৫টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এন তরুণ দে।
সাক্ষাৎকালে এস এন তরুণ দে দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সর্বস্তরের আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ গ্রহণ, পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার এবং সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্ন উৎসব উদযাপনের পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে