চাঁপাইনবাবগঞ্জের বাহির মল্লিকপুর এলাকায় ট্রাক ও ভ্যানের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে আবুল কালাম আজাদ নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ সড়কের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের বাহির মল্লিকপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী আবুল কালাম আজাদ (২৮) গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী গ্রামের সাদেক আলীর ছেলে। নিহতের স্বজন, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, তিনি রাজধানী ঢাকার একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। ঢাকা থেকে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাক ও ভ্যানের সঙ্গে ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আবুল কালাম আজাদ নিহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে