AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পদ্মা সেতুতে আজ থেকে স্বয়ংক্রিয় টোল আদায় শুরু


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
১২:৫২ পিএম, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

পদ্মা সেতুতে আজ থেকে স্বয়ংক্রিয় টোল আদায় শুরু

পদ্মা সেতুতে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে চালু হলো আধুনিক নন-স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম। এতে গাড়ি থামানো ছাড়াই নির্ধারিত লেন ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাবে।

রোববার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী ব্যবহারকারীদের প্রথমে ট্রাস্ট ব্যাংকের টেপ অ্যাপ-এ গিয়ে ‘ডি-টোল’ অপশনে গাড়ি রেজিস্ট্রেশন ও রিচার্জ করতে হবে। এরপর পদ্মা সেতুর আরএফআইডি বুথে প্রথমবারের মতো ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয় জানান, আপাতত লাইভ পাইলটিং আকারে এ কার্যক্রম শুরু হয়েছে। পরীক্ষামূলকভাবে টোল আদায় চালুর মাধ্যমে কোনো টেকনিক্যাল সমস্যা হচ্ছে কিনা তা যাচাই করা হবে। আগামী ১৫ দিনের মধ্যে পুরোপুরি ইটিসি সিস্টেম চালু করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রক্রিয়া সম্পন্ন হলে গাড়ি ব্যবহারকারীরা ন্যূনতম ৩০ কিলোমিটার গতিতে ইটিসি লেন ব্যবহার করতে পারবেন। এ সময় স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে নির্ধারিত টোল কেটে নেওয়া হবে। ভবিষ্যতে টেপ অ্যাপ ছাড়াও আরও বিভিন্ন ফাইন্যান্সিয়াল অ্যাপ যুক্ত হয়ে এই সেবা দেওয়া হবে।

 

একুশে সংবাদ/মু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!