রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে শান্তি ও সম্প্রীতির ধারাকে এগিয়ে নিতে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বাঘাইহাট জোন প্রশিক্ষণ মাঠে আয়োজিত এই জমকালো খেলায় মুখোমুখি হয় বাঘাইহাট একতা যুব সংঘ ক্লাব ও বাইবাছড়া একাদশ। আক্রমণ–পাল্টা আক্রমণের মধ্য দিয়ে দুই দলই দারুণ পারফরম্যান্স উপহার দেয়।
প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ করেন বাঘাইহাট জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ রানা পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জোন উপ-অধিনায়ক মেজর মোঃ আবু নাইম খন্দকার। এছাড়াও সাজেক ইউনিয়ন চেয়ারম্যান অতুলাল চাকমা, বঙ্গলতলী ইউনিয়ন চেয়ারম্যান জ্ঞানজ্যোতি চাকমা, ইউনিয়নের সকল সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দল এবং সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন জোন কমান্ডার। এসময় তিনি বলেন, “উভয় দলই দারুণ খেলা উপহার দিয়েছে। খেলোয়াড়দের আন্তরিকতা ও প্রচেষ্টা প্রশংসনীয়। পাহাড়ে শান্তি বজায় রাখতে ভবিষ্যতেও এরকম আয়োজন অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, সেনাবাহিনীর এই ধরনের ক্রীড়া উদ্যোগ পার্বত্য এলাকার যুব সমাজকে মাদক ও সহিংসতা থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে ভূমিকা রাখছে।
অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে জোন কমান্ডার এলাকার মানুষের শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

