ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নবাসীকে সংসদীয় আসনের সীমানা নিয়ে বিভ্রান্ত ও ক্ষেপানো হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিজানুর রহমান।
রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা তিনটায় নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, শুধুমাত্র সংসদীয় আসন ফরিদপুর-৪ থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে কেবল সংসদ নির্বাচনের জন্য। তবে প্রশাসনিকভাবে এ দুই ইউনিয়নের সব কার্যক্রম—জমির খাজনা, মিউটেশন, মামলা-মোকদ্দমা ও ইউনিয়ন পরিষদের কাজ—পূর্বের মতো ভাঙ্গা উপজেলাতেই থাকবে।
ইউএনও আরও বলেন, “সংসদীয় আসনের সীমানা আর প্রশাসনিক সীমানা এক নয়। দেশের অনেক উপজেলার ক্ষেত্রেও ভিন্ন আসনের সঙ্গে ইউনিয়ন যুক্ত আছে, এতে কোনো সমস্যার সৃষ্টি হয়নি।”
তিনি অভিযোগ করে বলেন, কিছু মহল আন্দোলনের মাধ্যমে জনসাধারণকে ভুল বোঝাচ্ছে, যার কারণে আন্দোলন ধীরে ধীরে বেগবান হচ্ছে। তিনি জনগণকে বিভ্রান্ত না হয়ে সঠিক বিষয়টি বুঝতে এবং আন্দোলন থেকে ফিরে আসার আহ্বান জানান।
এ সময় ইউএনও বলেন, “ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষ যাতায়াত করে। অবরোধের কারণে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করে যান চলাচল স্বাভাবিক রাখতে সবার প্রতি অনুরোধ জানাচ্ছি।”
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে