AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মধ্যনগরে ভারতীয় অবৈধ কয়লার নৌকা জব্দ, আটক ৩



মধ্যনগরে ভারতীয় অবৈধ কয়লার নৌকা জব্দ, আটক ৩

সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভিযানে ভারতীয় অবৈধ জ্বালানি কয়লা বোঝাই একটি স্টিলবডি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় তিনজন চোরাকারবারিকে আটক করে পুলিশ।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমানের নির্দেশনায় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এসআই বিকাশ সরকার, এএসআই শাহ আশরাফুল ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, মধ্যনগর সদর ইউনিয়নের জমশেরপুর গ্রামের উত্তর পাশে রুপেশ্বর হাওড়ের জোড়খলা নামক স্থান দিয়ে নদীপথে নেত্রকোনা জেলার কলমাকান্দা এলাকায় অবৈধ কয়লা পাচারের সময় নৌকাটি আটক করা হয়।

অভিযানে একটি ইঞ্জিনচালিত স্টিলবডি পুরাতন নৌকা (মূল্য প্রায় ৫ লাখ টাকা) এবং ৩২০টি সাদা প্লাস্টিক বস্তায় ভর্তি ভারতীয় কয়লা জব্দ করা হয়। প্রতিটি বস্তায় প্রায় ৩৫ কেজি করে মোট ১১ হাজার ২০০ কেজি (১১.২ মেট্রিক টন) কয়লা পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ১২ হাজার টাকা।

এ ঘটনায় তাহিরপুর থানার চারাগাঁও গ্রামের মো. হরমুজ আলীর ছেলে খুরশিদ আলম (২৯), মো. লায়েছ মিয়ার ছেলে রাশেদ মিয়া (২৩) ও আব্দুল বারেক মিয়ার ছেলে দীন ইসলাম (২২)-কে আটক করা হয়।

পরে এসআই বিকাশ সরকার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তভার দেওয়া হয়েছে এসআই মো. লুৎফুর রহমানকে।

 

একুশে সংবাদ/সু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!