ঠাকুরগাঁও পীরগঞ্জে মাদক সেবনের উদ্দেশ্যে মাদক রাখার অপরাধে তিনজনকে প্রতি জনকে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড ও অনাদায়ে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর)বিকালে সহকারী কমিশনার (ভুমি) এন এম ইসফাকুল কবীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন: রনশিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে বিপ্লব হোসেন, একই গ্রামের আনিসুর রহমানের ছেলে তালেবুর রহমান, চন্দ্র গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মুন্না হোসেন ।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, বিজিবি দানাজপুর ক্যাম্পের সদস্যরা তাদের এক পুড়িয়া গাঁজা ও ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ থানায় নিয়ে আসেন। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জেল ও জরিমানা করা হয়। রাতেই আদালতের মাধ্যমে তিনজনকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

