মুন্সীগঞ্জের লৌহজংয়ে “ভূমিকথা” পুস্তিকার ওপর কুইজ প্রতিযোগিতা, মেয়েদের ক্যারিয়ার গঠন বিষয়ক সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত।
উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো. জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ।সমাপনী বক্তব্য রাখেন ইউএনও মো. নেছার উদ্দিন।
স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্র চন্দ্র দাস, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রাবেয়া পারভেজ, এবং প্রাক্তন শিক্ষার্থী ও ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ডা. ফাতেমা তুজ জহুরা প্রীতি।
দলীয় কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে হলদিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়, এবং রানারআপ হয় লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়।
উপজেলার মোট ১৪টি উচ্চ বিদ্যালয় ও ৬টি মাদ্রাসা এ প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে ৮টি মৌখিক ও ১২টি লিখিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে ক্রেস্ট ও প্রাইজবন্ড তুলে দেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

