প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার ও পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে গোপালগঞ্জে গণমিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় স্থানীয় লঞ্চঘাট এলাকা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হোসাইন সিকদারের নেতৃত্বে একটি গণমিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিসিক ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।
এর আগে লঞ্চঘাট এলাকায় অনুষ্ঠিত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী মাওলানা তসলিম হোসাইন সিকদার, সহ-সভাপতি মুফতি দিদারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে মাওলানা তসলিম হোসাইন সিকদার বলেন, “সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সবার ভোটের মূল্যায়ন হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে দেশে আবার ফ্যাসিস্টের উত্থান ঘটবে।”
তিনি আরও বলেন, “একটি দল চাঁদাবাজি, দখলসহ নানা অপকর্মে লিপ্ত হয়েছে, যার প্রভাব ডাকসু নির্বাচনে পড়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে সকলের অধিকার নিশ্চিত করা হবে। তাই আগামী নির্বাচনে ভোটারদের হাতপাখা মার্কায় ভোট দেয়ার জন্য আহ্বান জানাই।”
মাওলানা তসলিম হোসাইন হুঁশিয়ারি দেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন ঘোষণা করা না হলে আরও কঠোর আন্দোলন হবে।”
একুশে সংবাদ/গো.প্র/এ.জে